কোরবানি ঈদের আগেই খামারিদের আতংক লাম্পি স্কিন ডিজিজ ভাইরাস

মোঃ আব্দুল আজিজ, হিলি:
হিলিতে লাম্পি ডিজিজ নামে গরুর চর্ম রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। কোরবানি ঈদের আগেই এই রোগে আক্রমনে বিপাকে গবাদিপশু পালনকারী সহ ছোট বড় খামারীরা। গেলো দেড় মাসে প্রায় ২৫ থেকে ৩০ টি গরু মারা গেছে এই রোগে, এতে আতংক ছড়িয়ে পড়েছে খামারিদের মাঝে। এদিকে প্রাদুর্ভাব ঠেকাতে রোগাক্রান্ত গরু আলাদা রাখার পাশাপাশি আক্রান্ত পশুদের দেওয়া হচ্ছে ভ্যাকসিন বলে জানান প্রাণী সম্পদ কর্মকর্তারা।
উত্তরের জেলা দিনাজপুরের হিলিতে গরুর খামারে খামারে ছড়িয়ে পড়েছে চর্ম রোগের প্রাদুর্ভাব। নাম লাম্পি স্ক্রিন ডিজিজ বা এলএসডি। গেলো দুই মাস ধরে উপজেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে ভাইরাস জনিত ছোঁয়াচে এই রোগ। খামারিরা জানান এই রোগে আক্রান্ত গরুর শরীরে গুটি বের হয়ে শরীর ফুলে যায়, পচন ধরে ও রক্ত বের হয়। প্রাণী সম্পদের তথ্যমতে এই উপজেলায় কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে প্রায় ১৬ হাজার গবাদিপশু।
এদিকে সরেজমিনে গিয়ে দেখা যায় ৫০০ থেকে ৭০০টি গবাদিপশু এই ভাইরাসে আক্রান্ত হয়েছে আর গেলো দেড় মাসে মারা গেছে ২৫ থেকে ৩০টির মত গরু। তবে উপজেলা প্রাণী সম্পদ অফিসে কাগজে কলমে রয়েছে মাত্র ২টি গরু মারা যাওয়ার তথ্য আর আক্রান্তের সংখ্যা মাত্র ১৫০টির। চিকিৎসা ব্যয় বহুল হওয়ায় অনেক প্রান্তিক খামারী চিকিৎসা না করতে পারায় হারাতে হচ্ছে নিজের শেষ সম্বলটুকু। সামনে কোরবানি ঈদ তাই আতংকে আছেন খামারিরা, আক্রান্ত গবাদিপশু নিয়ে ছুঁটছেন চিকিৎসকের কাছে। ঈদুল আযহার আগে এমন রোগ দেখা দেওয়ায় খামারিদের কপালে দুশ্চিন্তার ভাঁজ।
কথা হয় কয়েখজন খামারীরর সাথে, তারা বলেন, লাম্পি স্কিন ডিজিজ এর কারনে অনেকের গরু মারা গেছে। সেই সাথে অনেক গরুর এখনো আক্রান্ত হয়ে আছে। ডাক্তাররা অনেক সময় আসতে চায় না, কারন এক সঙ্গে ১০ টি গরুর ভ্যাকসিন দেওয়ার মতো না হলে তারা ভ্যাকসিন প্যাকেট থেকে বের করে না। এতে করে খামারীরা বেশি অসুবিধার মধ্যে পড়ে যাচ্ছে। সামনে কোরবানী ঈদ ঈদের আগে যদি গরুর রোগ না ভালো করতে পারে তাহলে ক্ষতির মুখে পড়বেন। তবে বড় গরুর থেকে ছোট গরু এই রোগে বেশি আক্রান্ত হচ্ছে বলেও জানান তারা।
এদিকে হাকিমপুর প্রাণি সম্পদ কর্মকর্তা শফিউল ইসলাম বলেন, আতংকিত না হয়ে খামারিদের সর্তক থাকার পাশাপাশি নানা পরামর্শ দেওয়া হচ্ছে। আমরা বিভিন্ন সময় খামারিদের লিপলেট বিতরণসহ নানা পরামর্শ দিচ্ছি। তবে যাদের গরুর এই রোগ দেখা দিবে তারা আমাদের নিকট আসলে সঠিক পরামর্শ পাবেন। এই রোগের সরকারিভাবে এখন পর্যন্ত কোন ভ্যাকসিন বিতরণের সুযোগ নেই। বাহির থেকেই কিনে নিতে হচ্ছে বলেও জানান তিনি।