বিরলে মা ও শিশু সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা বিষয়ক উপজেলা কমিটির প্রশিক্ষণ অনুষ্ঠিত

আতিউর রহমান, বিরল (দিনাজপুর):
বিরলে মা ও শিশু সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা-২০২৪ বিষয়ক উপজেলা কমিটির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইশতিয়াক আহমেদ। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনা পারভীন এর সভাপতিত্বে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা সমাজসেবা অফিসার আনিছুর রহমান, সহকারী শিক্ষা অফিসার জয়ন্ত কুমার, মঙ্গলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম, বিরল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফারুক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।