৯ আষাঢ়, ১৪৩২ - ২৪ জুন, ২০২৫ - 24 June, 2025

কু‌ড়িগ্রা‌মের ৫‌টি উপ‌জেলায় অ‌গ্রিম ঈদুল আজহার নামাজ অনু‌ষ্ঠিত

2 weeks ago
67


কু‌ড়িগ্রাম প্রতিনিধি :

প্রতি বছ‌রের ন‌্যায় সৌদি আরব ও মধ্যপ্রাচ্য দেশের সঙ্গে মিল রেখে কু‌ড়িগ্রা‌মের ফুলবা‌ড়ি, ভূরুঙ্গামারী, রৌমারী, রা‌জিবপুর ও চিলমারীর ঢুষমারা উপ‌জেলার বি‌ভিন্ন গ্রা‌মে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়ে‌ছে। শুক্রবার (৬জুন) সকাল সা‌ড়ে ৬টা থে‌কে সা‌ড়ে ৯টা পর্যন্তু এসব ঈদের জামায়া‌তে নামাজ আদায় ক‌রেন মুসল্লীরা।

পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, চিলমারী উপ‌জেলাধীর ঢুষমারা থানার অষ্টমীরচর ইউনিয়নের ডাটিয়ারচর গ্রামের দারুস সুন্নাহ হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা সংলগ্ন ঈদগাহ মাঠে ঈদুল আজহার নামাজ অনু‌ষ্ঠিত হয়। এতে ৬০-৬৫ জন পুরুষ ও ১১০-১২০ জন মহিলা ঈদের নামাজ আদায় করেন। জামায়াতে ইমামতি করেন হাফেজ মো. আবু সাঈদ।

রৌমারী থানাধীন শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া গ্রামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে ঈদুল আজহার নামাজ অনু‌ষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাও. হিজবুল্লাহ। জামায়াতে ৮৭ জন পুরুষ ও ১৫ জন মহিলা ঈদের নামাজ আদায় করেন।

রাজিবপুর উপ‌জেলার রাজিবপুর ইউনিয়নে করাতিপাড়া মদিনাতুল উলুম মডেল  মাদরাসার মাঠে মাও. আব্দুল হাকিমের ইমামতিত্বে ঈদুল আজহার জামায়াত অনুষ্ঠিত হয়। জামায়াতে ৭০-৮০ নারী/পুরুষ নামাজ আদায় ক‌রেন।

ফুলবাড়ী উপ‌জেলার ফুলবাড়ী ইউনিয়নের জেলেপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে উপজেলার ২০ গ্রামের প্রায় ৭০-৮০ জন লোক ঈদের নামাজ আদায় ক‌রেন। নামা‌জে ইমাম‌তি ক‌রেন মাও. আমিনুল ইসলাম।

এ ছাড়া সৌদি আরব ও মধ্যপ্রাচ্য দেশের স‌ঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়ে‌ছে ভূরুঙ্গামারী উপ‌জেলার পাইকের ছড়া ইউনিয়‌নের পাইকডাঙা ও ছিট পাইকের ছড়া গ্রা‌মে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth