২৫ আষাঢ়, ১৪৩২ - ০৯ জুলাই, ২০২৫ - 09 July, 2025

ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্য সহ গ্রেফতার-২

2 weeks ago
44


ঠাকুরগাঁও প্রতিনিধি:

সদর উপজেলার গড়েয়ায় মাদকদ্রব্য সহ ২ জনকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার দুপুরে গড়েয়া আরাজী মাটিগাড়া গ্রামস্থ চৌরঙ্গী বাজার এলাকা থেকে তাদেরকে উল্লেখিত মাদকদ্রব্য সহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়।

মামলার বিবরণে জানা যায়, ঘটনার দিন সদর থানার এসআই (নি:) মো: রমজান আলীর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ওই গ্রামের মো: আবু হানিফার ছেলে মো: মঞ্জুর রহমান (৪৩) ও একই গ্রামের মহিনী চন্দ্র বর্মনের ছেলে শান্ত বর্মন (২৪) কে ৫০ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। ওই দিনই আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth