নাগেশ্বরীতে আনসার ভিডিপি প্রশিক্ষণের উদ্ধোধন

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এ প্রতিপাদ্য বিষয় নিয়ে কুড়িগ্রামের নাগেশ্বরীতে আনসার ভিডিপি ১০ দিন ব্যাপী গ্রাম ভিত্তিক টিডিপি মৌলিক প্রশিক্ষণ-২০২৫ (বিশেষ ধাপ-২) এর উদ্ধোধন করা হয়েছে। গতকাল নাগেশ্বরী উপজেলার কুটি পয়ড়াডাঙ্গা স্কুল এন্ড কলেজ হলরুমে আনসার ভিডিপি চলমান প্রশিক্ষণ উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা কমান্ডেন্ট সাখাওয়াৎ হোসেন। এছাড়াও উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা (অ.দা) মোর্শারফ হোসেন, উপজেলা প্রশিক্ষক বিপ্লব কুমার পাল ও সান্তনা রায় উপস্থিত ছিলেন। উক্ত প্রশিক্ষণে ৩২ জন যুবক ও ৩২ জন যুবতীসহ মোট ৬৪ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।