৩১ আষাঢ়, ১৪৩২ - ১৫ জুলাই, ২০২৫ - 15 July, 2025

সাংবাদিককে হাটু ভেঙ্গে দেয়ার হুমকিদাতা সেই অধ্যক্ষকে বরখাস্ত

2 weeks ago
37


ফখরুল ইসলাম শাহীন:

সংবাদ প্রকাশের জেরে রংপুরের মিঠাপুকুরে এক সাংবাদিককে হাটু ভেঙ্গে পঙ্গু করে দেয়ার হুমকিদাতা অধ্যক্ষ মাহেদুল আলমকে সাময়িক বরখাস্ত করেছে মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার।

সোমবার (২৩ জুন) বিকেলে মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মোছাঃ খাদিজা বেগমের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ প্রদান করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, গত ৫ আগস্ট ২০২৪ ইং তারিখের পর থেকে পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাহেদুল আলমের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপিত হয়ে আসছে। এছাড়া ২৩ জুন ২০২৫ ইং তারিখের উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ ও শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা রক্ষার স্বার্থে অধ্যক্ষ মাহেদুল আলমকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হলো। এর পরিবর্তে একই প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মোঃ রাজ্জাকুর রহমানকে দায়িত্ব প্রদান করা হলো। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

এর আগে গত ২১ এপ্রিল "চুক্তিতে নকল সরবরাহের প্রতিযোগিতা এসএসসি পরীক্ষা কেন্দ্রে' শিরোনামে গণমাধ্যমে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদে উল্লেখ করা হয় মিঠাপুকুরের পায়রাবন্দে এসএসসি পরীক্ষা কেন্দ্রে অধ্যক্ষ মোঃ মাহেদুল আলমের ছত্রছায়ায় আর্থিক চুক্তিতে নকল সরবরাহের প্রতিযোগিতা চলছে। এই সংবাদের পরেই ওই সাংবাদিককে হাটু ভেঙ্গে পঙ্গু করে দেয়ার হুমকি দেয় অধ্যক্ষ মোঃ মাহেদুল আলম। হুমকির কলরেকর্ড বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে প্রায় অর্ধশত সাংবাদিক সংগঠন অধ্যক্ষ মাহেদুল আলমের অপসারণের দাবি জানায়। এরই পরিপ্রেক্ষিতে পরীক্ষা নীতিমালা ভঙ্গের দায়ে অধ্যক্ষ মাহেদুল আলমকে সাময়িক অব্যাহতি প্রদান করে ও চুক্তিতে নকল সরবরাহের ঘটনায় কারণ দর্শানোর নোটিশ জারি করে মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার।

এদিকে ভুয়া বিএড সনদে অধ্যক্ষ হয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ এর বিষয়ে মাহেদুল আলমের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরেই তদন্ত শুরু করে জেলা ও উপজেলা প্রশাসন। তদন্ত শুরুর পরেই তার অপসারণের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন শুরু করে শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।

মিঠাপুকুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মমিন মন্ডল জানান, বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে অধ্যক্ষ মাহেদুল আলমের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে।এরই মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানটিতে বিশৃঙ্খলা দেখা দেয়ায় ও অভিযোগ গুলোর সুষ্ঠু তদন্তের স্বার্থে অধ্যক্ষ মাহেদুল আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth