হিলিতে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের হিলিতে আতাউর রহমান নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (০১ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় উপজেলার রাজধানী মোড় এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি বগুড়া জেলার গাবতলী এলাকার খিরাপাড়া গ্রামের রমিজ উদ্দিন শেখের ছেলে। তিনি দীর্ঘ দিন হিলিতে ভিক্ষা করতেন বলে জানান হাকিমপুর থানার অফিসার ইনচার্জ নাজমুল হক। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।