১৭ কার্তিক, ১৪৩২ - ০২ নভেম্বর, ২০২৫ - 02 November, 2025

কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভূরুঙ্গামারী থানা পরিদর্শন

8 hours ago
26


কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শামছুল আরেফীন মহোদয়ের নেতৃত্বে বিচার বিভাগের একটি টিম শনিবার ভূরুঙ্গামারী থানা পরিদর্শন করে । পুলিশের কাজের দক্ষতা বৃদ্ধি এবং বিচার প্রার্থীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে থানা পরিদর্শন কালে পুলিশের সকল পর্যায়ের সদস্যদের নির্দেশনা দেয়া হয়।

শনিবার বিকালে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শামছুল আরেফীনের সফর সঙ্গী ছিলেন,  সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লিটন চন্দ্র রায় ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: হাবিবুর রহমান রাইজু মিয়া।

শুরুতে মাননীয় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয়কে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। এরপর গার্ড অফ অনার প্রদানসহ থানার সকল কর্মকর্তার সঙ্গে পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়।  পরে বিচারক টিম থানার অবকাঠামো ও সুযোগ-সুবিধাসহ হাজতখানা, মালখানা ও বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন।

থানার প্রসেস রেজিস্টারসহ, ওয়ারেন্ট রেজিস্টার, আলামত রেজিস্টার, ধ্বংসযজ্ঞ আলামত সংক্রান্ত ফাইলপত্রসহ বিভিন্ন কাগজপত্রাদি পরিদর্শন করেন এবং উক্ত সময় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয় সংশ্লিষ্ট থানার ওসিকে সকল প্রকার রেজিস্টার হালনাগাদ করার তাগিদ দেন। ধ্বংসযজ্ঞ আলামত দ্রুত ধ্বংস করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রদান করেন। আদালতে বিচার প্রার্থী জনগণ যেন হয়রানীর শিকার না হয় সে বিষয়ে থানার ওসিকেকে সতর্ক করেন।

পরিদর্শন শেষে থানার ওসি আল হেলাল মাহমদ বলেন, মাননীয় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয় অত্র থানা পরিদর্শনের সময় বেশ কিছু ত্রুটি আমাদেরকে ধরিয়ে দিয়েছেন,  এতে আমরা বেশ উপকৃত হয়েছি। তিনি আমাদের নানান ধরনের উপদেশমূলক নির্দেশনা প্রদান করেন, যা  আমাদের কাজকে আরও বেগবান ও গতিশীল হওয়ার দ্বার উন্মোচন হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth