২৩ কার্তিক, ১৪৩২ - ০৭ নভেম্বর, ২০২৫ - 07 November, 2025

সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায় : কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

6 days ago
69


কুড়িগ্রাম প্রতিনিধি: 

“সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসকের স্বপ্ন কুঁড়ি মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করে জেলা সমবায় অফিস।

জেলা সমবায় কর্মকর্তা আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক সিফাত মেহনাজ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি. এম. কুদরত-এ-খুদা, জেলা চর উন্নয়ন কমিটির সভাপতি ও সিনিয়র সাংবাদিক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু এবং ছাত্র নেতা আব্দুল আজিজ নাহিদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, জেলার কেন্দ্রীয় ১৩টি ও প্রাথমিক ৬৬৭টি সমবায় সমিতির মাধ্যমে বর্তমানে কুড়িগ্রামে ২ হাজার ১০৮ জন মানুষ স্বাবলম্বী হয়েছেন। সমবায় আন্দোলনের বিস্তার এবং সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়নেই দেশের সাম্য ও সমতার ভিত্তি মজবুত হবে বলে তারা মত প্রকাশ করেন।

এর আগে জেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা এক বর্ণাঢ্য র‍্যালিতে অংশ নেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth