রাজবাড়ীতে মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু
ঢাকা অফিস:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে সুমাইয়া (১৮) নামের এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বিকেলে উপজেলার জমিদার ব্রিজ এলাকায় ঢাকা–খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সুমাইয়া তার বন্ধু সজিব প্রামাণিকের মোটরসাইকেলে ঘুরতে বেরিয়েছিলেন। চলন্ত অবস্থায় হঠাৎ তার ওড়না মোটরসাইকেলের পেছনের চাকায় পেঁচিয়ে গেলে তিনি ভারসাম্য হারিয়ে রাস্তায় পড়ে যান। এতে মাথায় গুরুতর আঘাত পান।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, কিন্তু রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে আহলাদিপুর হাইওয়ে থানায় সজিব প্রামাণিকের বিরুদ্ধে মামলা করেছেন। অভিযোগে বলা হয়েছে, সজিব বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে অবহেলার কারণে সুমাইয়ার মৃত্যু ঘটিয়েছেন।
আহলাদিপুর হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ জানান, মামলার পরপরই আসামিকে মোটরসাইকেলসহ ফরিদপুর থেকে আটক করা হয়েছে এবং মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে।