১২ অগ্রহায়ণ, ১৪৩২ - ২৬ নভেম্বর, ২০২৫ - 26 November, 2025

আমরা নতুন করে দেশটাকে পূর্ণ প্রতিষ্ঠিত করতে চাই... উপদেষ্টা শারমিন এস মুর্শিদ

18 hours ago
41


তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি :

প্রত্যেকটা সভ্য সমাজে বয়স্কদের জন্য আলেদা মর্যদা থাকে। আর প্রত্যেকটা সভ্য সমাজে একটা যত্ন শীল জায়গা থাকে। নারীর জন্য খুব যত্ন শীল একটা জায়গা থাকে। আমরা যেন এই রকম একটা যত্ন শীল একটা সমাজ ব্যবস্থায় পৌছাতে পারি। অর্šÍবতি সরকার নিশ্চিত করতে চায় আমার রাষ্ট্রে যে টুকু অর্থ আছে সেই টুকু যেন ভালভাবে ব্যবহার হয় কথা গুলো বলেন,সমাজবল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় উপজেলার ইকরচালি ইউনিয়নের বরাতী উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা উপকার ভোগীদের তালিকা হাল নাগাদ কার্যক্রমে পর্যবেক্ষক হিসাবে উপস্থিত থেকে তিনি উপরোক্ত কথা গুলো বলেন। তিনি আরো বলেন, যে টাকা আপনাদের দেয়া হয় জানি সেটা টাকা দিয়ে আপনাদের চলাতে কষ্ট হয়। আমরা সেটা ভেবে দেখবো। আমি চেষ্টা করছি আমরা দেশটিকে আবার নতুনভাবে পূর্ণগঠিত করতে চাই। যে দেশে লক্ষ কোটি টাকা পাচার হয়ে যায় সেই দেশের মানুষ তো না খেয়ে মরবেই এাঁই তো স্বাভাবিক। যে দেশের ব্যাংক শুণ্য হয়ে যায়, সেই দেশে গরীব মানুষদেও কথা তো কেউ থাকছে না। তার মানেটি হচ্ছে আমরা নতুন করে দেশটাকে পূর্ণ প্রতিষ্ঠিত করতে চাই। এসময় উপস্থিত ছিলেন, রংপুরের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক জিলুফা সুলতানা ও উপজেলা নির্বাহী অফিসার রুবেল রানা।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth