১৯ কার্তিক, ১৪৩২ - ০৪ নভেম্বর, ২০২৫ - 04 November, 2025

গঙ্গাচড়ায়  কিশোরের বিরুদ্ধে ১৮ মাসের শিশুধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
8 hours ago
123


নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়ায় এক কিশোরের বিরুদ্ধে মাত্র ১৮ মাস বয়সী এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

 বুধবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার লক্ষীটারী ইউনিয়নের মান্দ্রাইন পূর্বপাড়া  গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত কিশোর ঘটনার পর থেকে পলাতক।

ভুক্তভোগী শিশুটির বাবা গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) গঙ্গাচড়া মডেল থানায় লিখিত এজাহার দায়ের করেন। এজাহারে তিনি উল্লেখ করেন, ঘটনার সময় তিনি ও তাঁর স্ত্রী ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এসময় তাদের ছোট মেয়ে (১৮ মাস) বাড়ির সামনে অন্য শিশুদের সাথে খেলছিল। এক পর্যায়ে প্রতিবেশী কিশোর অভিযুক্ত সোয়ান মিয়া (১৪) গান শোনানোর কথা বলে শিশুটিকে কোলে করে নিজের ঘরে নিয়ে যায়।

পরে শিশুটির দাদী কান্নার শব্দ পেয়ে খোঁজাখুঁজি করতে গিয়ে সোয়ান মিয়ার টিনশেড ঘরের ভিতরে ঢুকে দেখেন, কিশোর সোয়ান শিশুটিকে বিছানায় শুইয়ে পায়ুপথে বলাৎকার করছে। তাকে দেখেই অভিযুক্ত কিশোর দৌড়ে পালিয়ে যায়। পরে রক্তক্ষরণ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। শিশুর পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে ঘটনাটি জানাজানি হয়।

পরে স্থানীয়রা শিশুটিকে প্রথমে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে তাৎক্ষণিক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন ।

শিশুর বাবা জানান, মেয়ের চিকিৎসা ও আত্মীয়দের সাথে পরামর্শ করতে গিয়ে এজাহার দায়ের করতে বিলম্ব হয়েছে। তিনি দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল এমরান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth