ফুলবাড়ীতে ধরলা সেতু সড়কে সড়ক দুর্ঘটনায় অটোচালক নিহত
ফুলবাড়ী প্রতিবেদক:
কুড়িগ্রামের ফুলবাড়ী লালমনিরহাট সড়কের ধরলা সেতুর উপর অটোরিক্সা রেখে নৌকা খেলা দেখার সময় পিছনের মোটর সাইকেলের ধাক্কায় অটো চালক নিহত হয়েছেন। নিহত অটোচালক উপজেলার বড়ভিটা ইউনিয়নের ঘোঘারকুটি গ্রামের মৃত পিশু মামুদের ছেলে মোঃ য়ৈব আলী (৫৫)।
প্রত্যক্ষদীর্শরা জানায়, শনিবার বিকালে অটোচালক তৈয়ব আলী লালমনিরহাট জেলা শহর থেকে যাত্রি রেখে এসে নৌকা খেলা দেখার জন্য ফুলবাড়ী লালমনিরহাট সড়কের ধরলা সেতুতে অটোরিক্সা রেখে তার উপর বসে নৌকা বাইচ খেলা দেখতে ছিলেন। এসময় পিছন থেকে এসে এক দ্রুতগামী মোটর সাইকেল চালক তার অটোরিক্সায় ধাক্কা দিলে ধরলা সেতু সড়কে পড়ে গিয়ে তিনি মারাত্বক আহত হন। পথচারীরা তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে তার অবস্থার অবনতি হলে দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত সাড়ে ১০ টার দিকে তার মৃত্যু হয়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদ হাসান নাঈম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।