১ পৌষ, ১৪৩২ - ১৫ ডিসেম্বর, ২০২৫ - 15 December, 2025

বেরোবির অন্তর্ভুক্ত হলো পীরগঞ্জ আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার

10 hours ago
35


বেরোবি প্রতিনিধি:

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের আওতাধীন রংপুরের পীরগঞ্জ উপজেলায় প্রতিষ্ঠিত আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার আনুষ্ঠানিকভাবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের (বেরোবি) অধীনে হস্তান্তর করা হয়েছে।

গত রবিবার (১৪ ডিসেম্বর) সকালে পীরগঞ্জ উপজেলায় অবস্থিত সেন্টারটির ব্যবস্থাপনা ও পরিচালনার দায়িত্ব বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পক্ষ থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদের কাছে হস্তান্তর করা হয়।

হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেরোবির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান এবং বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর কমলেশ চন্দ্র রায়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের অধীনে সেন্টারটি পরিচালিত হওয়ার ফলে উত্তরাঞ্চলের শিক্ষার্থী, স্থানীয় তরুণ সমাজ এবং উদ্ভাবনী কাজে আগ্রহী উদ্যোক্তারা তথ্যপ্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণ, গবেষণা ও উদ্ভাবনের সুযোগ পাবেন। এতে করে দক্ষ মানবসম্পদ গড়ে ওঠার পাশাপাশি স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারটি।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth