৭ মাঘ, ১৪৩২ - ২০ জানুয়ারি, ২০২৬ - 20 January, 2026

গোবিন্দগঞ্জ মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত

3 hours ago
7


গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

২০২৫-২৬ অর্থ বছরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় পেয়াজ,মৌরি চাষে গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার পান্তাপাড়ায় মঙ্গলবার দুপুরে মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক (পিপি) আল মুজাহিদ সরকার। উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান সভাপতিত্ব করেন মাঠ দিবসে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আজিজা আকতার সেবু, হাদিসুর রহমান,গোবিন্দগঞ্জ পৌরসভা ব্লকের উপসহকারি কৃষি কর্মকর্তা বিলাস কুমার ভট্টাটার্য,মৌরি চাষী রবিউল ইসলামসহ অন্যারা। এতে পৌরসভা এলাকার প্রায় ১৫০ জন কৃষক-কৃষাণী অংশ নেয়। মাঠ দিবস শেষে অতিথিরা রবিউল ইসলামের মৌরি ক্ষেত পরিদর্শন করে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth