৭ মাঘ, ১৪৩২ - ২০ জানুয়ারি, ২০২৬ - 20 January, 2026

কুড়িগ্রামের ৪টি আসনে ২৬জন প্রার্থী

3 hours ago
7


কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলার ৪টি নির্বাচনী আসনে ২৬জন প্রার্থী চুড়ান্ত লড়াইয়ে টিকে থাকলো। তারা হলেন-

কুড়িগ্রাম-১ ( নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী )  আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাইফুর রহমান রানা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আনোয়ারুল ইসলাম। জাতীয় পার্টির একেএম মোস্তাফিজুর রহমান। ইসলামী আন্দোলনের হারিসুল বারী রনি। জাকের পার্টির আব্দুল হাই এবং গণ অধিকার পরিষদের বিন ইয়ামিন মোল্লা।

বিএনপির কোন বিদ্রোহী প্রার্থী নেই।

কুড়িগ্রাম-২ ( কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ি)  আসনে, বিএনপির প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ। জাতীয় পার্টির পনির উদ্দিন আহমেদ,  ইসলামী আন্দোলনের মাওলানা নূর বখত। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ড. আতিকুর রহমান মুজাহিদ। আমার বাংলাদেশ (এবি) পার্টির নজরুল ইসলাম খাঁন। নাগরিক ঐক্য পার্টির মুহাম্মদ আব্দুস সালাম এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নূর মোহাম্মদ। 

বিএনপির কোন বিদ্রোহী প্রার্থী নেই।

কুড়িগ্রাম-৩ ( উলিপুর) আসনে, বিএনপির প্রার্থী তাসভীর-উল ইসলাম। বাংলাদেশ জামায়াতে ইসলাম এর মাহবুবুল আলম সালেহী, ইসলামী আন্দোলন বাংলাদেশের অধ্যাপক ডা.আক্কাছ আলী সরকার। জাতীয় পার্টির প্রার্থী আব্দুস সোবহান। গণঅধিকার পরিষদের সরকার নুরে এরশাদ সিদ্দিকী।

বিএনপির কোন বিদ্রোহী প্রার্থী নেই।

কুড়িগ্রাম-৪( চিমারী, রৌমারী ও রাজিবপুর)  আসনে বিএনপির আজিজুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোস্তাফিজুর রহমান। ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফিজুর রহমান। জাতীয় পার্টির কেএম ফজলুল হক মন্ডল। বাসদ শেখ মোহাম্মদ আব্দুল খালেক। বাসদ (মার্কসবাদী) বাবু আহম্মেদ,স্বতন্ত্র প্রার্থী হিসেবে রুকুনুজ্জামান শাহিন।

বিএনপির কোন বিদ্রোহী প্রার্থী নেই।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth