৭ মাঘ, ১৪৩২ - ২০ জানুয়ারি, ২০২৬ - 20 January, 2026

বেলকা মজিদ পাড়া স্কুলে ডিআরআর চ্যাম্পিয়ন নির্বাচন

3 hours ago
8


হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা):

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় স্কুল লেড কমিউনিটি রেজিলেন্স টু ডিজাষ্টার এন্ড ক্লাইমেট রিস্ক (এসএলসিআরডিসিআর) প্রকল্পের আয়োজনে বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে দুর্যোগ মোকাবেলায় স্বেচ্ছাসেবী ডিআরআর চ্যাম্পিয়ন (ডিজাষ্টার রিডাক্টশন রিস্ক) পুনঃনির্বাচন নির্বাচন সম্পন্ন হয়েছে।

         মঙ্গলবার বিদ্যালয়ের হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নে মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের আর্থিক ও কারিগরি সহায়তায় ডিআরআর চ্যাম্পিয়ন নির্বাচন সম্পন্ন হয়।

          বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান আকন্দের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. সেকেন্দার আলী সরকার, সহকারি শিক্ষক মো. মুসলিম আলী, মো. জালাল উদ্দিন,এসএলসিআরডিসিআর প্রকল্পের স্কুল ফ্যাসিলিটেটর বিদ্যুৎ কুমার সিংহ, সাবরিনা জাহান সুমি, শিক্ষার্থী খুকুমনি আকতার প্রমূখ।

         এর আগে  লিখিত ভাবে সকল শিক্ষার্থীদের মধ্যে হতে দুর্যোগ মোকাবেলায় ৫ জন স্বেচ্ছাসেবি ডিআরআর চ্যম্পিয়ন নির্বাচন করা হয়। এরা দুর্যোগ মোকাবেলায় কাজ করবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth