লালমনিরহাটে বিয়ের প্রলোভন দেখিয়ে অনৈতিক কার্যকলাপের অভিযোগ
খাজা রাশেদ,লালমনিরহাট:
লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কর্নপুর ব্যাপারীটারী গ্রামের খাদিজা বেগম (২৮) নামের এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অনৈতিক কার্যকলাপের অভিযোগ উঠেছে। আর এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী বাদি হয়ে তিন জনের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, খাদিজা বেগম একজন স্বামী পরিত্যক্তা নারী। তিনি দুই কন্যা সন্তানকে নিয়ে তার বাবার বাড়িতে অনেক কষ্টে জীবন যাপন করে আসছে। এরইমধ্যে একই ইউনিয়নের কর্নপুর ব্যাপারীটারী গ্রামের মৃত: হাসান আলীর ছেলে ফজলু মিয়া তাকে বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে তার সাথে অনৈতিক কার্যকলাপ সহ বিভিন্ন ধরনের অন্যায় - অত্যাচার ও ভয়ভীতি প্রদর্শন করেন।
এ ঘটনাটি খাদিজা বেগম এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানালে (গত ৮ ডিসেম্বর ২০২৫) তারিখে স্থানীয়ভাবে আপোষ -মিমাংসা করে দেন। ওই সময় ফজলু মিয়া অঙ্গীকার করেন যে, এরপর থেকে স্বামী পরিত্যক্তা খাদিজা বেগমের সাথে কোন ধরনের খারাপ আচরণ বা অশোভনীয় কার্যকলাপ সহ কোন ধরনের ভয়ভীতি হুমকি প্রদর্শন করবে না।
কিন্তু, বিষয়টি আপোষ হওয়ার পর ফজলু মিয়া আবারও এলাকার লোকজনদের কাছে স্বামী পরিত্যক্তা নারী খাদিজা বেগমের নামে অশ্লীল কথাবার্তা বলেন। এতে খাদিজা বেগম কোন কর্ণপাত না করায় (গত ১০ জানুয়ারি ২০২৬) ইং তারিখে সন্ধ্যা ৬টায় ফজলু মিয়ার কুপরামর্শে ও যোগসাজশে অজ্ঞাতনামা ৫/৬ জন ছেলেদের কে নিয়ে খাদিজার বাবার বাড়িতে গিয়ে তার উপর চরাও হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও মারপিট করেন। তখন আশপাশের লোকজন ঘটনা স্থলে আসলে হামলাকারীরা খাদিজার ক্ষতি ভয়ভীতিসহ হুমকি প্রদর্শন করে চলে যান।
এ ঘটনায় খাদিজা বেগম বাদি হয়ে মোগলহাট ইউনিয়নের কর্ণপুর ব্যাপারীটারী গ্রামের জোহরা বেগম (৩৮), জসিম (১৯), ফজলু মিয়া (৪৫) এর বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
খাদিজা বেগম বলেন, এরআগে ফজলু মিয়া খাদিজা বেগমকে এক বছর পুর্বে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে তার সাথে প্রেমের সর্ম্পক গড়ে তোলে। এরই একপর্যায়ে গত ৮ জানুয়ারি ২০২৫ ইং তারিখে রাত ১১টার সময় উক্ত ফজলু মিয়া খাদিজার বাবার বাড়িতে প্রবেশ করে। ফজলু মিয়া খাদিজা বেগমকে বিয়ে করবে বলে বিশ্বাস স্থাপন করে স্বামী-স্ত্রী রুপে খাদিজার সহিত মিলামেশা করে। তখন উক্ত ফজলুকে বিয়ে করার চাপ সৃষ্টি করলে আসামি ফজলু খাদিজাকে বিয়ে না বলে বিভিন্ন ধরনের ভয়ভীতি হুমকি প্রদর্শন করে খাদিজাকে ধাক্কা দিয়ে সরিয়ে বাড়ি থেকে চলে যায়। সে আমাকে জোর পুর্বক ধর্ষন করেছে এবং আরো ধর্ষণ করবে বলে হুমকি দিয়েছেন।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানায় ওসি আঃ মতিন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। তদন্ত শেষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্হা নেয়া হবে।