৭ মাঘ, ১৪৩২ - ২০ জানুয়ারি, ২০২৬ - 20 January, 2026

রংপুরে নির্বাচনী ইশারা ভাষার অভিধান বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

2 hours ago
16


নিজস্ব প্রতিবেদক:

রংপুর বধির সংঘের আয়োজনে ও ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমস এর সহযোগীতায় নির্বাচনী ইশারা ভাষার অভিধান বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে উক্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

অতিথি নিবন্ধনের মাধ্যমে অবহিতকরণ সভা শুরু হয়ে বধিরদের পরিচিতি পর্ব ও প্রাক মূল্যায়ন করান রংপুর বধির সংঘের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, পরে স্বাগত বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমস (আইএফইএস) এর মনিটরিং ম্যানেজার এন্ড ইভালুশন নাছিরুল ইসলাম, নির্বাচনী ইশারা ভাষার অভিধানের প্রেক্ষাপট তুলে ধরেন আইএফইএস সিনিয়র প্রোগ্রাম অফিসার শাওনী ইমাম ও কনসালটেন্ট আরিফুল ইসলাম, সভায় নির্বাচনী ইশারা ভাষার অভিধানের ভিডিও প্রদর্শণ করেন আইএফইএস এর এক্রকিউটিভ সদস্য একেএম মাসুদুর রশিদ ও কনসালটেন্ড আরিফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন রংপুর বধির সংঘের সদস্য ইফতেখার রহমান। 

মোড়ক উন্মোচনের মাধ্যমে শুরু হয়ে অবহিতকরণ সভার শেষ দিকের অংশ হিসেবে অংশগ্রহণকারী বধিরগণ তাদের দলীয় অনুশীলন ও তাদের প্রতিক্রিয়া ব্যাক্ত করেন ও পরে অনুষ্ঠানের সভাপতি (রংপুর বধির সংঘের সভাপতি) রশিদুল সুলতান বাবলু তার বক্তব্যের মাধ্যমে অবহিতকরণ সভার কার্যক্রম সমাপ্ত ঘোষনা করেন।

অবহিতকরণ সভায় রংপুরের প্রায় পঞ্চাশজন বধির অংশ নেয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth