৭ মাঘ, ১৪৩২ - ২০ জানুয়ারি, ২০২৬ - 20 January, 2026

গণভোট ও নির্বাচনে বাংলাদেশ বেতার’শীর্ষক রংপুরে কমিউনিটি ব্রডকাস্ট

2 hours ago
14


নিজস্ব প্রতিবেদক:

রংপুরে ‘গণভোট ও নির্বাচনে বাংলাদেশ বেতার’ শীর্ষক কমিউনিটি ব্রডকাস্ট হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাঈদ।

বাংলাদেশ বেতারের উপ-মহাপরিচালক (অনুষ্ঠান) এসএম আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ বেতার রংপুরের আঞ্চলিক পরিচালক আব্দুর রহিম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, ও অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন।

আলোচনা পর্বে বক্তারা গণভোটে হ্যাঁ-তে সিল দিয়ে দেশের পরিবর্তনে সম্ভাবনার নতুন দুয়ার খুলতে সবাইকে আহ্বান জানিয়ে বলেন, নতুন বাংলাদেশ গড়ার আকাঙ্খায় চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা মাঠে নেমে সরকারের পতন ঘটিয়েছিল। সংস্কার, বিচার, ন্যায়-অধিকার প্রতিষ্ঠায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন অতীব জরুরি। তাই জুলাই শহীদদের আকাঙ্খা বাস্তবায়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণসহ গণভোটে হ্যাঁ-এর পক্ষে সকল স্তরের মানুষকে রায় দিতে হবে।

এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ বেতার রংপুরের আঞ্চলিক প্রকৌশলী ওয়াহেদুজ্জামান ও উপ-বার্তা নিয়ন্ত্রক রাশেদ ফয়সল কবির উপস্থিত ছিলেন।

আলোচনা পর্ব শেষে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ভোটারদের উদ্বুদ্ধকরণে সচেতনতামূলক সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন বেতারের শিল্পী ও কলাকুশলীরা।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth