৯ আশ্বিন, ১৪৩০ - ২৫ সেপ্টেম্বর, ২০২৩ - 25 September, 2023
amader protidin

চিলমারীতে কৃষকের মাছ ধরা জালে অজগর সাপ আটক

আমাদের প্রতিদিন
3 weeks ago
66


চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে কৃষকের মাছ ধরা জালে ৭ফুট দৈর্ঘের একটি অজগর সাপ আটক হয়েছে। রোববার রাতে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল পূর্ব ভাটিয়াপাড়া বিলে আব্দুল হাই এর বসানো কারেন্ট জালে সাপটি আটক হয়ে সেখানেই মারা যায়।

জানা গেছে,উপজেলার কাঁচকোল পূর্ব ভাটিয়াপাড়া এলাকার কৃষক আব্দুই হাই রোববার রাতে বাড়ীর সামনের বিলের সামান্য পানিতে মাছ ধরার উদ্দেশ্যে কারেন্ট জাল বসান। আজ সোমবার সকালে জাল তুলতে গিয়ে জালে আটকে থাকা ৭ফুট দৈর্ঘের একটি মৃত অজগর সাপ দেখতে পান তিনি। সাপটি রাস্তায় তুলে আনলে তা দেখতে স্থানীয়রা ভীড় জমায়। স্থানীয়ভাবে বিরল প্রজাতির এই সাপটি দেখতে সারাদিন দুর-দুরান্ত থেকে উৎসুক জনতা আসতে থাকে। বিভিন্ন স্থানে নিয়ে উৎসুক জনতাকে দেখানোর পর সাপটিকে মাটিতে পুতে রাখা হয়। মাছ ধরার জালে অজগর সাপ আটকের বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় যুবক মো.সুলতান মিয়া।

 

সর্বশেষ

জনপ্রিয়