৯ আশ্বিন, ১৪৩০ - ২৫ সেপ্টেম্বর, ২০২৩ - 25 September, 2023
amader protidin

দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. জহির উদ্দীনের ইন্তেকাল

আমাদের প্রতিদিন
3 weeks ago
103


দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. জহির উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি......রাজিউন)। আজ বৃহস্পতিবার (৩১ আগষ্ট) সকালে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির কিছুক্ষন পরেই মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৮ বছর।

দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর স.ম. আব্দুস সামাদ আজাদ জানান, সচিব প্রফেসর ড. জহির উদ্দীন শিক্ষাবোর্ডের ডরমেটরীতে থাকতেন। বৃহস্পতিবার সকালে নাস্তা খেয়ে অসুস্থ্যতা বোধ করলে বোর্ডের কর্মচারীরা সাথে সাথেই তাকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে ভর্তির কিছুক্ষন পরেই তার মৃত্যু ঘটে। প্রফেসর ড. জহির উদ্দীনের মৃত্যুকে শিক্ষা বোর্ডে শোকের ছায়া নেমে আসে।

প্রফেসর ড. জহিরউদ্দীনের স্ত্রী সাকরিনা বেগম নীলফামারী জেলার ডোমার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। তাদের দুই কন্যা। প্রফেসর জহিরউদ্দীনের বাড়ী দিনাজপুরের খানসামা উপজেলার আঙ্গারপাড়া গ্রামে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় দিনাজপুর শিক্ষা বোর্ড প্রাঙ্গনে মরহুমের প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।  এরপর তাঁর লাশ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ী খানাসামা উপজেলার আঙ্গারপাড়া গ্রামে। পারিবারিক সুত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টায় সেখানে পারিবারিক গোরস্তানে মরহুমের দাফনকার্য সম্পন্ন হবে।

  

সর্বশেষ

জনপ্রিয়