২২ অগ্রহায়ণ, ১৪৩০ - ০৬ ডিসেম্বর, ২০২৩ - 06 December, 2023
amader protidin

মিঠাপুকুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু, রাস্তা ভেঙ্গে ১০ গ্রামে যোগাযোগ বিচ্ছিন্ন

আমাদের প্রতিদিন
2 months ago
195


মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:

রংপুরের মিঠাপুকুরে বৃষ্টির পানির চাপে রাস্তা ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। এতে দুই ইউনিয়নের প্রায় ১০ গ্রামের মানুষের চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। এছাড়াও, বজ্রপাতে মৃত্যু হয়েছে এক কৃষকের।

জানা গেছে, উপজেলার বালুয়া মাসিমপুর স্কুলের সামনে বড়বালাগামী পাকা রাস্তা অতি বর্ষনের তোড়ে ভেঙ্গে গেছে। রাস্তাটি ভেঙ্গে যাওয়ার কারণে আশেপাশের ১০টি গ্রামের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে চরম দূর্ভোগে পড়েছেন স্থানীয়রা। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান ও উপজেলা প্রকৌশলী আখতারুজ্জামান ভেঙ্গে যাওয়া রাস্তা পরিদর্শন করেছেন। বজ্রপাতে দুখু মাহাতো (৫৫) নামে এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। তার বাড়ি উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের লোহনী গ্রামে।

উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান বলেন, মানুষ যেন কষ্ট না পায় এজন্য খুব দ্রুত সময়ের মধ্যে ভেঙ্গে যাওয়া রাস্তা মেরামতের ব্যবস্থা করা হচ্ছে। বজ্রপাতে নিহত দুখু মাহাতো-র বাড়ীতে গিয়ে শোকার্ত পরিবারের খোজ খবর নেওয়া হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়