৩০ অগ্রহায়ণ, ১৪৩২ - ১৪ ডিসেম্বর, ২০২৫ - 14 December, 2025

গঙ্গাচড়ায় ধর্ষণের চেষ্টা মামলার আসামিদের বিরুদ্ধে বাদীপক্ষের লোকজনদের মারধরের অভিযোগ

আমাদের প্রতিদিন
2 years ago
724


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়ায় ধর্ষণের চেষ্টা মামলা দায়ের করায় ক্ষিপ্ত হয়ে  বাদীর বোন ও বোনের ছেলেসহ তিনজনকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ দায়ের করেছে।

ঘটনাটি ঘটেছে ২০ সেপ্টেম্বর  রাত আনুমানিক  ১২ টার দিকে উপজেলার  গজঘণ্টা ইউনিয়নের  কিশামত হাবু মৌলভীপাড়া গ্রামে।

অভিযোগে জানা গেছে, ওই গ্রামের মৃত আলেপ উদ্দিনের ছেলে মোঃ মাহাফুজার রহমান (৪২),  মোঃ মাহমুদ মিয়া (৫৫), মোঃ শামীম মিয়ার (৩৫) বিরুদ্ধে সম্প্রতি গঙ্গাচড়া মডেল থানায় একটি ধর্ষণ চেষ্টা ও মারপিটের মামলা করেন তাদের প্রতিবেশী মোঃ আসাদুজ্জামানের স্ত্রী রুমি বেগম। এরই জেরে গত ২০ সেপ্টেম্বর রাতে রুমির বোন পার্শ্ববর্তী উমর বালাটারী গ্রামের রশিদুল ইসলামের স্ত্রী মরিয়ম বেগম (৪০) ও তার ছেলে মনিরুজ্জামান (১৩) অসুস্থ রুমি বেগমকে দেখতে গেলে তার বাড়ির উঠানে ধর্ষণ চেষ্টা ও মারপিট  মামলায় অভিযুক্ত মৃত আলেপ উদ্দিনের ছেলে মোঃ মাহাফুজার রহমান, মোঃ মাহমুদ মিয়া, মোঃ শামীম মিয়া,

মাহফুজার রহমানের ছেলে সম্রাট মিয়া, ইউপি সদস্য মোছাঃ শম্পা বেগম (৩০), মাহমুদ মিয়ার ছেলে আজম মিয়া, মাহফুজার রহমানের মেয়ে রিনা বেগম (৩৫) সংঘবদ্ধ হয়ে বেধড়ক মারপিট করে ও শ্লীলতাহানি ঘটায়। মারপিটে গুরত্বর আহত মরিয়ম বেগম ও তার ছেলে মনিরুজ্জামানের চিৎকারে

মরিয়মের ভাগ্নে মোঃ আল আমিন মিয়া (১৪) ঘটনাস্থলে এগিয়ে আসলে তাকেও মারপিট করা হয়। পরবর্তীতে আশপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয়।

এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ওসি দুলাল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth