১৭ অগ্রহায়ণ, ১৪৩০ - ০১ ডিসেম্বর, ২০২৩ - 01 December, 2023
amader protidin

মিঠাপুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থী আবিরের মৃত্যুর ঘটনায় মহাসড়ক অবরোধ, স্কুল বন্ধ করে দিল প্রশাসন

আমাদের প্রতিদিন
1 month ago
113


মিঠাপুকুর(রংপুর)প্রতিনিধিঃ

রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি এলাকায় ব্যক্তি মালিকানাধীন পাইলট উচ্চ বিদ্যালয় এ্যান্ড কলেজ কর্তৃপক্ষের অবহেলার কারণে বিদ্যুৎপৃষ্ট হয়ে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আবির হাসান আবিদের (১২) মৃত্যু হয়। এ ঘটনায় ওই স্কুল!jnn বন্ধ ও স্কুল কর্তৃপক্ষের বিচারের দাবিতে  রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করেন স্থানীয় এলাকাবাসী।

সোমবার (৩০ অক্টোবর) দুপুর সাড়ে ১টার দিকে শিক্ষার্থী আবিরের মৃত্যুর ঘটনায় মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেন স্থানীয়রা।

প্রায় আধা ঘন্টা ধরে চলা এই মানববন্ধনে শতশত এলাকাবাসী অংশগ্রহণ করে স্কুল কর্তৃপক্ষের বিচারের দাবিতে স্লোগান দিয়ে বিক্ষোভ করেন। এসময় রংপুর-ঢাকা মহাসড়কের শঠিবাড়ি এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান ও মিঠাপুকুর থানার ওসি মোস্তাফিজার রহমান ঘটনাস্থলে এসে

বিক্ষোভকারীদের বুঝিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করেন। পরে বিক্ষোভকারীদের উদ্দেশ্য  ওসি বক্তব্য দিয়ে ওই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। এ সময় ইউএনও স্কুলটি বন্ধ রাখার ঘোষণা দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। বর্তমানে স্কুল ক্যাম্পাসের মূল ফটকে তালা লাগিয়ে বন্ধ করে দিয়েছে প্রশাসন।

উল্লেখ্য, উপজেলার শঠিবাড়ী গোড়বান্দা এলাকায় অবস্থিত ব্যক্তি মালিকানাধীন পাইলট স্কুল এন্ড কলেজ লাগোয়া ৩৩ কেভি ভোল্টের লাইন চলে গেছে। সেই লাইন সংলগ্ন বিল্ডিং তুলেছেন স্কুল কর্তৃপক্ষ। গত বুধবার (১৮ অক্টোবর) বিকেলে স্কুল শেষে কোচিং ক্লাস করার সময় ওই স্কুলের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী আবির মন্ডলসহ দুই শিক্ষার্থী ৩৩ কেভি ভোল্টে বিদ্যুৎস্পৃষ্ট হয়। আগুন লেগে যায় আবির হোসেনের শরীরে। শিক্ষার্থী ও স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় আবিরকে মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক। রাতে সেখানকার চিকিৎসকরা ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন ইউনিটে পাঠিয়ে দেয়। সেখানে গত সোমবার (২৩ অক্টোবর) ভোর ৪ টার দিকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাসপাতালের শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শিক্ষার্থী আবিরের মৃত্যু হয়। নিহত আবির পার্শ্ববর্তী পীরগঞ্জ উপজেলার বড়দরগা ইউনিয়নের দানিয়ালের পাড়া গ্রামের রাজা মন্ডলের ছেলে।

সর্বশেষ

জনপ্রিয়