১৭ অগ্রহায়ণ, ১৪৩০ - ০১ ডিসেম্বর, ২০২৩ - 01 December, 2023
amader protidin

ঘোড়াঘাটে জেলহত্যা দিবস পালিত

আমাদের প্রতিদিন
3 weeks ago
37


ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে  জেলহত্যা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর শহীদ জাতীয় ৪ নেতার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ নভেম্বর) বিকেলে ঘোড়াঘাট উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দিবস উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা। এ সময় বক্তব্যে তিনি বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারে হত্যার আড়াই মাস পরেই কারাগারের অভ্যন্তরে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জাতীয় ৪ নেতা ও মুক্তিযুদ্ধকালীন সময়ের মুজিব নগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজ উদ্দিন আহমেদ, অর্থমন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ.এইচ.এম কামরুজ্জামান নির্মম ভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তাদের রুহের মাগফেরাত কামনা করেন।

আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদের আলী খন্দকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাদের, সহ-সভাপতি মাতিয়াস মার্ডি, যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুর রহিম, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান পয়েল, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন লস্কর, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম রবি, দপ্তর সম্পাদক ফারুক খন্দকার, ১নং বুলাকীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান প্রধান, ২নং পালশা ইউনিয়ন আওয়ামী সভাপতি ময়নুল ইসলাম, ৩নং সিংড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডল প্রমুখ।

শেষে জাতীয় ৪ নেতা ও বঙ্গবন্ধুর পরিবারের শহীদদের রুহের মাগফেরাত কামনা সহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়