৩০ অগ্রহায়ণ, ১৪৩২ - ১৪ ডিসেম্বর, ২০২৫ - 14 December, 2025

গঙ্গাচড়ায় কিশোরীদের মাঝে বিনামূল্যে স্যানিটারী ন্যাপকিনসহ শিক্ষা সামগ্রী বিতরণ

আমাদের প্রতিদিন
2 years ago
665


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিঃ

"উন্নত পল্লী উন্নত দেশ বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ" এ প্রতিপাদ্যে রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের ১'শত ছাত্রীকে বিনামূল্যে স্যানিটারী ন্যাপকিনসহ শিক্ষা সামগ্রী দেয়া হয়েছে।

সোমবার (৬ নভেম্বর) বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের অধীনে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-২য় পর্যায়ের আওতায় দিনব্যাপী  কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ শেষে  বিনামূল্যে স্যানিটারী ন্যাপকিন এবং শিক্ষা সামগ্রী দেয়া  হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না। মহিপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ আব্দুল মান্নান। ইরেসপো, বিআরডিবি, গঙ্গাচড়ার আয়োজনে অনুষ্ঠানে  ইরেসপো প্রকল্পের এআরডিও, হিসাব সহকারী, মাঠ সংগঠক ও বিদ্যালয়ের সুবিধাভোগী ১'শত জন ছাত্রী উপস্থিত ছিলেন। অপরদিকে গতকাল রবিবার (৫ নভেম্বর) একই অনুষ্ঠান বড়বিল দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।  

উল্লেখ্য যে, কিশোরীরা প্রতিমাসে ২'শ টাকা সঞ্চয় জমা করলে ইরেসপো, বিআরডিবি হতে ৪'শ টাকা প্রণোদনা প্রদান করা হয় । এছাড়া বিআরডিবি গঙ্গাচড়া ঋণ প্রদানের সাথে পুঁজিগঠন, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টসহ অবকাঠামো উন্নয়ন, দক্ষতা উন্নয়ন ও আইজিএ ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করে আসছে বলে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth