রসিকের ১৩ নং ওয়ার্ডে ঘাঘট নদীর উপর কাঠের ব্রীজ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:
রংপুর সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ডের দামোদরপুর বড়ময়দান ঈদগাহ মাঠ সংলগ্ন ঘাঘট নদীর উপর ২ পারের লোকেদের চলাচলের জন্য নির্মিত কাঠের ব্রীজ উদ্বোধন করা হয়। আজ শনিবার (৪ মার্চ) সকালে নগরীর ১৩ নং ওয়ার্ডের দামোদরপুর এলাকায় বড়ময়দান ঈদগাহ মাঠ কমিটির ব্যাবস্থাপনায় ঈদগাহ মাঠ সংলগ্ন ঘাঘট নদীর উপর নির্মিত কাঠের ব্রীজ ফিতা কেটে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা । এ সময় উপস্থিত ছিলেন বড়ময়দান ঈদগাহ মাঠ কমিটির সভাপতি মোঃ আব্দুর রশিদ মাস্টার, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ সামসুল আযম, সিনিয়র সহ সভাপতি মোঃ আব্দুল হালিম প্রামানিক, আলহাজ্ব আতিয়ার রহমান প্রামানিক, মোঃ আব্দুল হামিদ প্রামানিক , সদস্য আব্দুল্লা চাঁন, ১৩ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি হাফিজুল ইসলাম, দামোদারপুর ক্রীড়া কক্রের সভাপতি মোঃ হাসানুজ্জামান মিঠু চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ ইভা মাসুম সহ এলাকাবাসী।