৩০ অগ্রহায়ণ, ১৪৩২ - ১৪ ডিসেম্বর, ২০২৫ - 14 December, 2025

গোবিন্দগঞ্জে টেকনিশিয়ানের অর্ধগলিত মরদেহ উদ্ধার

আমাদের প্রতিদিন
2 years ago
237


গোবিন্দগঞ্জ প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভা বর্ধনকুঠি এলাকার একটি বাসা থেকে মিঠুন সরকার (২৫) নামের এক টেকনিশিয়ানের ঝুলন্ত অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মিঠুন সরকার মোবাইল ফোন কোম্পানির টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।

আজ শনিবার (৪ মার্চ) বিকেলে গোবিন্দগঞ্জ পৌর শহরের ৯নং ওয়ার্ড এলাকার একটি ভাড়াবাসা থেকে পুলিশ মিঠুন সরকারের মরদেহ উদ্ধার করা হয়। নিহত মিঠুন সরকার জয়পুরহাট সদরের পুর্ব পেচুলিয়া গ্রামের সন্তোষ সরকারের ছেলে।

স্থানীয়রা জানান, মিঠুন সরকার মোবাইল ফোন কোম্পানির টেকনিশিয়ান হিসেবে চাকরি করতেন। প্রায় দেড় মাস আগে পৌরসভার ৯নং ওয়ার্ডের বর্ধনকুঠি এলাকায় রুম ভাড়া নিয়ে থাকছিলেন। শনিবার দুপুরের দিকে বাসা মালিক দুর্গন্ধ পায়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রুমের বন্ধ দরজা ভেঙে মিঠুন সরকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি পঁচন ধরছিল। তার মৃত্যুর রহস্য খতিয়ে দেখা হচ্ছে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth