১২ চৈত্র, ১৪২৯ - ২৬ মার্চ, ২০২৩ - 26 March, 2023
amader protidin

ডোমারে আওয়ামীলীগের আয়োজনে ০৭ই মার্চ উৎযাপন

আমাদের প্রতিদিন
2 weeks ago
44


ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমারে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ঐতিহাসিক ০৭ই মার্চ পালিত হয়েছে।

মঙ্গলবার ০৭ই মার্চ সকালে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচীর সুচনা হয়। এরপর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক চৌধুরীর নেতৃত্বে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মশিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আসমা সিদ্দিকা বেবি, সাংগঠনিক সম্পাদক গনেশ কুমার আগরওয়ালা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি জাবেদুল ইসলাম সানবীম, নিরঞ্জন রায় এবং সাবেক ইউপি সদস্য নুর ইসলাম প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়