১২ চৈত্র, ১৪২৯ - ২৬ মার্চ, ২০২৩ - 26 March, 2023
amader protidin

গঙ্গাচড়ায় অবৈধভাবে উত্তোলনকৃত বালু পরিবহনের দায়ে এক যুবকের কারাদণ্ড

আমাদের প্রতিদিন
1 week ago
74


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়ায় অবৈধভাবে উত্তোলনকৃত বালু পরিবহনের দায়ে এক যুবকের ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড অনাদায়ে ১ লক্ষ টাকা জরিমানা ও বালু পরিবহনের ট্রলি ১ মাসের জন্য জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। জানা যায়, দীর্ঘদিন থেকে উপজেলার বেতগাড়ী ইউনিয়নের বেতগাড়ী বাজার সংলগ্ন ঘাঘট নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ছিলো একটি চক্র। খবর পেয়ে আজ সোমবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা অভিযানে যান। ম্যাজিস্ট্রেট এর উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনে জড়িতরা পালিয়ে যায়। তবে বালু পরিবহনের সময় ট্রলি ও চালককে আটক করে। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আটক ট্রলি চালক যুবকের ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড অনাদায়ে ১ লক্ষ টাকা জরিমানা ও বালু পরিবহনের ট্রলিটি ১ মাসের জন্য জব্দ করে নির্বাহী ম্যাজিস্ট্রেট। দন্ডিত যুবক  খলেয়া ইউনিয়নের খাপরিখাল গ্রামের বদর আলীর ছেলে  রহমান (২৫)।

সর্বশেষ

জনপ্রিয়