৩০ অগ্রহায়ণ, ১৪৩২ - ১৪ ডিসেম্বর, ২০২৫ - 14 December, 2025

হরকলি ফকিরপাড়া থেকে প্রভাতের বাড়ি যাওয়া সড়কটি পাকা করনের দাবী

আমাদের প্রতিদিন
2 years ago
353


আঃ রহিম, পাগলাপীর (রংপুর) প্রতিনিধিঃ

রংপুর সদর উপজেলার, ৫ নং খলেয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের হরকলি ফকির পাড়া বিশ্বরোড মোড থেকে হরকলি ফকিরপাড় প্রাঃ বিদ্যালয় পাশ দিয়ে হিন্দু পাড়া প্রভাত বাড়ি পর্যন্ত ১ কিলোমিটার সড়কটি দীর্ঘদিন ধরে পাকা করন না হওয়ায় সড়কের চলাচলরত শিক্ষার্থী পথচারী সহ সাধারন মানুষজনের দূর্ভোগ বেড়েই চলছে। জানাগেছে সদর উপজেলার,  ৫ নং খলেয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সড়কটি দীর্ঘদিন ধরে পাকা করন করা হয়নি। কবে নাগাদ সড়কটি পাকা করন করা হবে আজও জানে না সড়কে চলাচলরত ভুক্তভোগী ও স্কুলপড়া ছেলে মেয়েরা । স্বরজমিনে সড়কের চলাচলরত  ২নং ওয়াডের জাতীয় পাটির নেতা ও বর্তমান ইউপি সদস্য মোঃ আঃ মাজেদ , ডাঃ আফজাল, সোহেল,সপন, রহিম সহ বিভিন্ন মহল অভিযোগ করে সাংবাদিক কে বলেন সড়কটি দীর্ঘদিন ধরে পাকা করন হচ্ছে না। সড়কটি পাকা করন না হওয়ায় বিশেষ করে বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিপাতের পানিতে সড়কটির বিভিন্ন স্থানে পানি জমে উঠে জলাশয় সৃষ্টি হওয়া, ছেলে মেয়েরা তাদের স্কুলে পড়তে যেতে পারে না।  এবং কোথাও পানির ¯্রােতে সড়কের পাড়ি ভেঙ্গে গেছে। আবার কোথাও কোথাও সড়কটিতে কাঁদা পানি একাকারে পরিনত হয়ে পড়ছে। এর ফলে সড়কটিতে রিক্সা,ভ্যান,অটো বাইসাইকেল, মটর সাইকেল,সহ নানা হালকা পাতলা যানবাহন চলাচল করা তো দূরের কথা শিক্ষার্থী পথচারী সহ মুসল্লীরা কাঁদা খচে মসজিদে নামাজ পড়তে আসে ও সাধারন মানুষজনের চলাচল দূঃসাধ্য হয়ে পড়ছে। তাই সড়কে চলাচলরত ভুক্তভোগী সাধারন মানুষজন কাঁদা থেকে মুক্ত করার জন্য ২ নং ওয়াডের জাতীয় পাটির নেতা ও বর্তমান ইউপি সদস্য মোঃ আঃ মাজেদ বলেন হরকলি ফকির পাড়া বিশ্বরোড মোড থেকে ফকিরপাড় প্রাঃ বিদ্যালয় পাশ দিয়ে হিন্দু পাড়া প্রভাত বাড়ি যাওয়া সড়কটি ১ কিলোমিটার রাস্তা পাকা করনের জন্য রংপুর সদর ৩ আসনের এমপি রাহগির আল মাহি সাদ এরশাদ ও জেলা-উপজেলা প্রশাসনের উর্ধতম মহলের হন্তক্ষেপ কামনা করছেন।  

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth