১২ বৈশাখ, ১৪৩১ - ২৫ এপ্রিল, ২০২৪ - 25 April, 2024
amader protidin

পঞ্চগড়ে জুনেই চালু তৃতীয় চা নিলাম কেন্দ্র

আমাদের প্রতিদিন
11 months ago
135


পঞ্চগড় প্রতিনিধি

আগামী জুন মাসেই চালু হতে যাচ্ছে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র। জন্য চালুর সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার (২০ মে) জেলা প্রশাসক কার্যালয়ে স্মল টি গার্ডেন আয়োজিত চা সংশ্লিষ্ট অংশগীজনদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিষয়টি জানিয়েছেন জেলা প্রশাসক মো.জহুরুল ইসলাম।

তিনি বলেন, আগামী মাসে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্রের চালুর সম্ভাবনা রয়েছে। এটি চালু হলে কর্মসংস্থানের পাশাপাশি স্থানীয়ভাবে অনেকটাই কমবে পরিবহন খরচ। সেই সাথে স্থানীয় অর্থনীতিতে সংযোগ হবে নতুনমাত্রা।

স্মল টি গার্ডেনের সভাপতি আমিরুল হক খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাটসহ চা শিল্প সংশ্লিষ্ট অংশীজনরা।

জেলা আঞ্চলিক চা বোর্ডের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন জানান, গত বছর পঞ্চগড়ে এক কোটি ৭৭ লাখ ৭৯ হাজার কেজি চা উৎপন্ন হয়েছে। তৃতীয় চা নিলাম কেন্দ্র পরিচালনার জন্য ইতিমধ্যে ১২ টি ব্রোকার হাউজ টি ওয়্যারহাউজ আবেদন করেছে। তার মধ্যে পাঁচটির অনুমোদন দেওয়া হয়েছে।

এদিকে নিলাম কেন্দ্র চালুর প্রস্তুতি সম্পন্ন হওয়ার খবরে জেলার চা চাষিরা জানাচ্ছেন, তৃতীয় চা নিলাম কেন্দ্র চালু হওয়ার বিষয়ে তারা অত্যন্ত আনন্দিত। তবে তারা গত কয়েক বছর ধরে তাদের বাগানের উৎপাদিত চা পাতার ন্যায্য মূল্য না পাওয়ায় লোকসান গুণে চলেছেন। লোকসানের কারণে তারা চা আবাদের প্রতি নিরুৎসাহিত হচ্ছে। তাই কৃষকের কাছ থেকে যাতে কারখানাগুলো ন্যায্য মূল্য দিয়ে চা পাতা কিনে এমনটাই দাবি এখন চা চাষিদের।

 

  

সর্বশেষ

জনপ্রিয়