১২ শ্রাবণ, ১৪৩১ - ২৭ জুলাই, ২০২৪ - 27 July, 2024
amader protidin

ভাতিজার বাঁসের খুঁটির আঘাতে চাচার মৃত্যু

আমাদের প্রতিদিন
3 months ago
77


তারাগঞ্জে জমি সংক্রান্ত জেরে

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

তারাগঞ্জে ভাতিজার বাঁশের খুঁটির আঘাতে আতিয়ার রহমান (৫৮) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার কুশার্ ইউনিয়নের উত্তর রহিমাপুর গ্রামের এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় মৃতের ছেলে আনোয়ার হোসেন অভিযুক্ত চাচাত ভাই আব্দুর হাই (২৭) সহ ১১জন অভিযুক্ত করে গতকাল শুক্রবার (৫ মার্চ) থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। থানায় মামলা ও মৃতের পরিবার সূত্রে জানাগেছে, উপজেলার কুশার্ ইউনিয়নের উত্তর রহিমাপুর গ্রামের আতিয়ার রহমানের সঙ্গে দীর্ঘদিন থেকে ছোট্ট ভাই অকবার আলীর বসতভিটার জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছিলো। গত বৃহস্পতিবার সকালে আতিয়ার রহমান তার বসতভিটার জমির সিমানায় বাঁসের খুঁটি পুতে রাখেন। বিষয়টি জানতে পেরে ওইদিন দুপুরে অকবার আলীর ছেলে আব্দুর রউফ ও তার ভাই হামিদুল, হাকিম, দেলোয়ার ও হাফিজুল ইসলামসহ তাদের পরিবারের অন্য সদস্যরা চাচা আতিয়ার রহমানের বাড়িতে এসে গালমন্দ করতে থাকেন। আতিয়ার রহমান বাড়ির পাশে দোলায় জমিতে কাজ করার সময় লোকমুখে ঘটনাটি জানতে পেরে বাড়িতে ছুটে আসেন। এসময় ভাতিজা আব্দুর রউফ তার চাচা আতিয়ার রহমানকে জমি থেকে বাঁসের খঁুটি সড়াতে বললে তিনি খুঁটিটা তার জমির সিমানায় আছে বলে জানান। এতে করে চাচা আতিয়ার রহমান ও ভাতিজাদের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। এসময় ভাতিজা আব্দুর রউফ জমির সিমানা থেকে বাঁসের খঁুটি তুলে চাচা আতিয়ার রহমানের মাথায় সজোরে বেশ কয়েকবার আঘাত করলে সঙ্গে সঙ্গে বৃদ্ধ চাচা আতিয়ার রহমান মাটিতে লুটিয়ে পরেন। এ সময় স্থানীয় ও পরিবারের লোকজন রক্তাত্ত অবস্থায় চার্জার ভ্যান যোগে প্রথমে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লে্ক্সে নিয়ে আসেন। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আতিয়ার রহমানের অবস্থা গুরুত্বর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন।ওইদিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় আতিয়ার রহমানকে হাসপাতালের চিকিৎসকগণ মৃত ঘোষনা করেন। শুক্রবার বিকালে তারাগঞ্জ থানার ওসি ছিদ্দিকুল ইসলাম জানান, বৃদ্ধ আতিয়ার রহমানের মৃত্যুর ঘটনায় ১১জনকে আসামী করে তার ছেলে আনোয়ার হোসেন থানায় মামলা দায়ের করেছেন। শুক্রবার দুপুরে লাশের ময়না তদন্ত শেষে মৃতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

 

 

সর্বশেষ

জনপ্রিয়