৭ বৈশাখ, ১৪৩২ - ২০ এপ্রিল, ২০২৫ - 20 April, 2025

কুড়িগ্রামে জেলা শিল্পকলা একাডেমি-২০২৪ এর সঙ্গীত,নৃত্য ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
10 months ago
190


কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামে জেলা শিল্পকলা একাডেমি প্রতিযোগিতা ২০২৪ এর সঙ্গীত,নৃত্য ও আবৃত্তি ৩ টি বিভাগে জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু।

বৃহস্পতিবার দিন ব্যাপী জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পৃষ্ঠপোষকতায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জেলার ৯ উপজেলার বিভিন্ন পর্যায়ের প্রতিযোগীরা অংশগ্রহণ করে। এতে নৃত্য,সঙ্গীত ও আবৃত্তি এ তিন পর্যায়ের ১০টি বিভাগের জেলার তিন শতাধিক শিল্পী অংশ নেয়।

জেলার বিশিষ্ট ব্যক্তি ও বাংলাদেশ বেতারের নিয়মিত শিল্পী অনন্ত কুমার দেব,ইয়াসমিন জাফরী রেশমা,নাজমুল হুদা পারভেজ,শামসুল ইসলাম সুমন,সফিকুল ইসলাম সফি প্রমুখ বিচারকের দায়িত্বে প্রতিযোগিতায় বাছাই কার্য সম্পন্ন করেন।

সুষ্ঠুভাবে প্রতিযোগিতা শেষে প্রত্যেক বিভাগে প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী নির্ধারণ করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সিভিল সার্জন ডা:এসএম আমিনুল ইসলাম,সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকু প্রমুখ।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth