ইসলাম ধর্ম এবং মহানবী (সাঃ) সম্পর্কে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
দিনাজপুর প্রতিনিধি :
ইসলাম ধর্ম ও মহানবী (সাঃ) সম্পর্কে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে মুসল্লীরা। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জুমআর নামাজের পর বৃষ্টি উপেক্ষা করে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে তারা।
জুমআর নামাজের পর দুপুর ২টায় দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গনে জড়ো হয় মুসল্লীরা। এরপর “তৌহিদী জনতা”র ব্যানারে তারা শহরে বিক্ষোভ মিছিল বের করে। বৃষ্টি উপেক্ষা করে মিছিলটি দিনাজপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দিনাজপুর প্রেসক্লাবের সামনে এসে সমবেত হয়। এরপর প্রেসক্লাবের সামনে তারা মানবন্ধন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন, দিনাজপুর ঈমাম সমিতির সভাপতি মতিউর রহমান, তৌহিদী জনতার পক্ষে একরামুল হক আবির প্রমুখ।
বক্তারা ভারতের রামগিরি মহারাজ কর্তৃক ইসলাম ধর্ম ও মহানবী (সাঃ) সম্পর্কে কটুক্তি এবং বিজেপি নেতা নীতেশ রানে কতৃক তা সমর্থন করার তীব্র প্রতিবাদ জানান।