রংপুরে বেঙ্গল মার্টের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকঃ
তিন মহিলা উদ্যোক্তা দ্বারা পরিচালিত প্রতিষ্ঠান রংপুর নগরীর শালবন ইন্দ্রিরা মোড়ে সকলের কেনাকাটার সুবিধার্থে বেঙ্গল মার্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার (২৮ অক্টোবর) বিকেলে ফিতা ও কেক কেটে বেঙ্গল মার্টের শুভ উদ্বোধন করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও সার্বিক) সায়ফুজ্জামান ফারুকী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (হেডকোয়াটার্স) আবু বক্কর সিদ্দিকী।
এই প্রতিষ্ঠানটি মহিলা উদ্যোক্তা দ্বারা পরিচালিত হবে তারা হলেন, অধ্যাপিকা আহসানা মোশফেকী, ডা. মৌতিথী সেন, মোছাঃ লিছানা আক্তার মিমি। প্রতিষ্ঠানে ওষুধ, কসমেটিক্সসহ নিত্যদিনের প্রয়োজনীয় সকল সামগ্রি পাওয়া যাবে।
উদ্যোক্তারা উক্ত প্রতিষ্ঠান পরিচালনা ক্ষেত্রে সকলের সহযোগীতা কামনা করেছেন।