১৯ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৩ ডিসেম্বর, ২০২৪ - 03 December, 2024

দিনাজপুরে ইকিবাইক থেকে পড়ে ট্রাকপিষ্ট হয়ে নারী নিহত

আমাদের প্রতিদিন
3 weeks ago
64


দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুর শহরের ব্যস্ততম এলাকায় ব্যাটারী চালিত ইজিবাইক থেকে পড়ে গিয়ে ট্রাকপিষ্ট হয়ে নিহত হয়েছে রোজিনা খাতুন (২৫) নামে এক নারী। এসময় তার সাথে থাকা তারই এক বছরের শিশু সন্তান ভাগ্যক্রমে বেঁচে যায়।

নিহত রোজিনা খাতুন দিনাজপুরের বিরল পৌর এলাকার শংকরপুর মহল্লার বাসিন্দা।স্থানীয়রা জানায়, আজ মঙ্গলবার (১২ নভেম্বর) এক বছরের শিশু সন্তানকে কোলে নিয়ে ইজিবাইক যোগে বিরল থেকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে যাচ্ছিলো রোজিনা খাতুন। আনুমানিক সকাল সাড়ে ১০টার দিকে তারা দিনাজপুর শহরের বালুবাড়ী শহীদ মিনার এলাকায় পৌছলে জোরে বাঁক ঘুরানোর সময় ইজিবাইক থেকে রাস্তায় পড়ে যায় মা ও সন্তান। এসময় পেছন থেকে আসা একটি ট্রাকের চাকার নীচে মাধা থেতলে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান রোজিনা খাতুন। তবে ভাগ্যক্রমে তার কোলে থাকা শিশু সন্তানটি বেঁচে যায়।

এই ঘটনার পর দিনাজপুর ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।  দিনাজপুর কোতয়ালী থানার ওসি মোঃ মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth