১৯ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৪ ডিসেম্বর, ২০২৪ - 04 December, 2024

তারাগঞ্জে কৃষকের ৩টি বিদেশী গাভী চুরি

আমাদের প্রতিদিন
2 weeks ago
188


তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের তারাগঞ্জে এক কৃষকের তিনটি বিদেশী গাভী চুরি হয়েছে। গত সোমবার রাতে উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের বাওদিয়ার বাজার এলাকার কৃষক দুলাল মিয়ার পাকা গোয়ালঘর গরু চুরির এ ঘটনা ঘটে। আজ মঙ্গলবার কৃষক দুলাল মিয়া জানান, তার বাড়িসহ চারদিক পাকা ওয়াল দিয়ে ঘেরা। ঘটনারদিন রাতে তিনি তার তিনটি বিদেশী জাতের গাভীকে ঘাস ও ভুষি খেতে দিয়ে ঘুমিয়ে পরেন। ভোরে আজানের শব্দে কৃষক দুলালের ঘুুম ভেঙ্গে যায়। নামাজ পড়ার জন্য শোয়ার ঘরের দরজা খুলতে গিয়ে বুঝতে পারেন দরজা বাহির থেকে আটকানো হয়েছে। এসময় তিনি একই গ্রামের আজিজুল ইসলামকে মোবাইল ফোনে মাধ্যমে ঘটনাটি জানালে তিনি বাড়িতে এসে দেখতে পান চোরেরা তাদের নিজস্ব তালা প্রতিটি ঘরের মধ্যে লাগিয়ে দিয়ে তালা মেরে প্রায় ৭লাখ টাকার মূল্যেও তিনটি বিদেশী গাভী চুরি করে নিয়ে গেছে। তিনি আরো জানান, চোরেরা প্রাচীর টপকিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে লোহার গেটের দরজা খুলে গাভী গুলো নিয়ে যায়। ইউপি সদস্য আমির আলী কৃষক দুলাল মিয়ার গরু চুরি য়াওয়ার কথা স্বীকার করে বলেন, চোরেরা গরু চুরি করে নিয়ে গেলেও ভুল করে ঘরে লাগানো তালার চাবির ঝোপা রেখে গেছেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth