২২ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৬ ডিসেম্বর, ২০২৪ - 06 December, 2024

মহাসড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনাই হবে হাইওয়ে পুলিশের প্রধান কাজ....রংপুর হাইওয়ে পুলিশ সুপার

আমাদের প্রতিদিন
1 week ago
53


মহানগর প্রতিবেদক:

হাইওয়ে পুলিশ, রংপুর রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেছেন, অতীতে পুলিশ যে সমস্ত ভুল করেছে, সেই ভুল গুলো শুধরিয়ে এবং মানবাধিকার সমুন্নত রেখে মহাসড়ককে সুরক্ষিত করা ও শৃঙ্খলা ফিরিয়ে আনাই হবে হাইওয়ে পুলিশের প্রধান কাজ। বুধবার (২৭ নভেম্বর) সকালে নগরীর হাইওয়ে পুলিশ, রংপুর রিজিয়নের পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন নবাগত এই পুলিশ সুপার।

এ সময় সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, হাইওয়েতে ঝুকিপুর্ণ যানবাহন চলার ক্ষেত্রে আমাদের সচেতনতা দরকার। তবে ঝুকিপুর্ণের তালিকায় প্রধান মটরসাইকেল রয়েছে। এই মটরসাইকেল চালকের মধ্যে আন্ডার এজ বেশি। দেশের বেশিরভাগ দূর্ঘটনায় আমাদের এই ছেলেরাই মারা যাচ্ছে। যখন ঈদ, পূজা ও অন্যান্য উৎসব হয় তখন এই দূর্ঘটনার হার যেমন বাড়ে তেমনি মৃত্যুর হারও বাড়ে। এগুলো সচেতনতার মাধ্যমে এই দূর্ঘটনার হার কমানো সম্ভব। কিন্তু এটা পুলিশের একার পক্ষে সম্ভব নয়। এজন্য সাংবাদিকদের পাশাপাশি জনগণের সহযোগিতা দরকার।

পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, পুলিশ হলো সিভিলিয়ান। পুলিশ আর্মি বিডিয়ারের মতো না। এ জন্যই সিভিলিয়ানের সাথে এক হয়ে কাজ করা। হাইওয়ে পুলিশের অনেক বদনাম আছে। বলছি না যে আমি পীর সাহেব, তবে হাইওয়ে পুলিশের বদনাম কমিয়ে নেতিবাচক দিকগুলো থেকে উত্তোরত্তর উন্নতি ঘটিয়ে মহাসড়ককে সুরক্ষিত করা ও শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা চলছে। একটা পরিবর্তিত সময়ের স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চাই।

এসময় সাংবাদিকদের উদ্দেশ্যে নবাগত পুলিশ সুপার বলেন, মহাসড়কে হাইওয়ে পুলিশ যদি কোন প্রকার অপরাধ করে, এর যদি কোন তথ্য প্রমাণ থাকে, তবে আমাদের অবশ্যই অভিযোগ দিবেন, দায়ীদের বিরুদ্ধে আমরা আমাদের সাধ্য মতো ব্যবস্থা নেবো। পাশাপাশি আমরা অতিরিক্ত আইজিপি হাইওয়ে পুলিশকে অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।

সংবাদ সম্মেলনে পুলিশের উদ্ধতন কর্মকর্তা ছাড়াও সাংবাদিক সমাজ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth