তিস্তার পানির ন্যায্য হিস্যা ও মহাপরিকল্পনার দাবীতে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির দুই দিনের কর্মসূচী

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
“জাগো বাহে তিস্তা বাঁচাই”-- এই শ্লোগানকে সামনে রেখে তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়সহ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবীতে দুই দিনের কর্মসূচী ঘোষণা করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি। কর্মসূচীর অংশ হিসেবে ১৭ ও ১৮ ফেব্রুয়ারী তিস্তা নদীর ১১টি পয়েন্টে বিভিন্ন কর্মসূচী গ্রহন করবে আন্দোলন কমিটি। কর্মসূচীর মাধ্যমে তিস্তা পানি বৈষম্যের বিষয়টি বিশ্ববাসীকে জানাবে কমিটি। কমিটির নেতৃবৃন্দ বলেন , তিস্তা নদী বেষ্ঠিত উত্তরাঞ্চলের রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী ও লালমনিরহাট জেলার মানুষ পানি বৈষম্যের শিকার হয়েছে। বিগত সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারনে তিস্তা চুক্তি বাস্তবায়িত হয়নি।
তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির সহ-সমন্বয়ক ও গঙ্গাচড়া উপজেলা বিএনপির আহবায়ক ওয়াহেদুজ্জামান মাবু বলেন, আন্দোলনকে ঘিরে ব্যাপক আয়োজন করা হয়েছে। তিস্তার তীর এলাকার মানুষের অবস্থান কর্মসূচীসহ তাবু খাঁটিয়ে ও মঞ্চ বানিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। তিনি আরো বলেন, তিস্তা এখন মানুষের দুঃখের কারন। এক সময় তিস্তা দুইপাড়ের মানুষের সুখ-সমৃদ্ধিও উৎস ছিল। সেই তিস্তা এখন হেঁটে পার হওয়া যায়। তিস্তার পানির হিস্যা এখন ন্যায্য দাবী।