৪ চৈত্র, ১৪৩১ - ১৮ মার্চ, ২০২৫ - 18 March, 2025

বদরগঞ্জে শিক্ষকের অশালীন অডিও ফাঁস শিক্ষার্থীদের মানববন্ধন

আমাদের প্রতিদিন
3 weeks ago
40


বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের বদরগঞ্জে রাশেদুল ইসলাম নামে খণ্ডকালীন এক শিক্ষক ও কোচিং সেন্টারের পরিচালকের বিরুদ্ধে ছাত্রীকে একা বাসায় ডাকা এবং মোবাইলে অশালীন ভাষায় কথা বলার অভিযোগ উঠেছে। ওই ঘটনার একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ শিক্ষার্থীরা অভিযুক্ত ওই শিক্ষকের বিচারসহ পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে।

এ ঘটনায় ‘বদরগঞ্জ উপজেলার সকল শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ’ এর ব্যানারে গতকাল রবিবার সকালে বদরগঞ্জ শহিদ মিনারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে শহিদ মিনার থেকে বদরগঞ্জ পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা।

জানা যায়, অভিযুক্ত রাশেদুল ইসলাম বদরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক ও পৌর শহরের রেলস্টেশন এলাকার অ্যাডভান্স কোচিং সেন্টারের পরিচালক। তার বাড়ি উপজেলার বৈরামপুরে।

উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান সাংবাদিকদের জানান, ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার মামলা করলে ব্যবস্থা নেওয়া হবে এবং বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth