গঙ্গাচড়ায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ গঙ্গাচড়া উপজেলা শাখার আয়োজনে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ওলামা মশায়েখ আইম্মা পরিষদ সভাপতি মুফতী মাহবুবুর রহমান এর সভাপতিত্বে ও জয়েন্ট সেক্রেটারি মাওলানা ইব্রাহিম খলিলের সঞ্চালনায় এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা রোকনুজ্জামান এর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় ইফতার মাহফিল ও আলোচনা সভা।
মঙ্গলবার ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা কার্যালয়ে বাদ আসর শুরু হওয়া বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইনে পরিষদ রংপুর জেলা শাখা সহ-সভাপতি মুফতি হামিদুল ইসলাম,বিশেষ অতিথি ছিলেন জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ রংপুর জেলা শাখা সেক্রেটারী হযরত মাওলানা আমিনুল ইসলাম,উপজেলা ইসলামী আন্দোলন সহ সভাপতি মাওলানা আজিবুর রহমান, উপজেলা ইসলামী আন্দোলন সেক্রেটারী মোঃ ইউনুস আলী, বাংলাদেশ মুজাহিদ কমিটি গঙ্গাচড়া উপজেলা শাখা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শরিফুল ইসলাম প্রমুখ।