১৫ বৈশাখ, ১৪৩২ - ২৯ এপ্রিল, ২০২৫ - 29 April, 2025

গোবিন্দগঞ্জে একাধিক ডাকাতির মামলার আসামী আন্ত:জেলা ডাকাতদলের সদস্য বাবু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ

আমাদের প্রতিদিন
1 month ago
156


গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে একাধিক ডাকাতির মামলার আসামী আন্ত:জেলা ডাকাতদলের সদস্য বাবু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার আদালতের মাধম্যে তাকে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানা সুত্রে জানান গেছে গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে থানা অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম, পরিদর্শক ইকবাল পাশা, বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: লাইছু  ও থানার এসআই তাহসিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে উপজেলার  শাখাহার ইউনিয়নের আলীগ্রামের নিজ বাড়ীতে আাত্নগোপনে থাকা বাবু মিয়াকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় তার বিরুদ্ধে গাইবান্ধা, দিনাজপুর, জয়পুর হাট জেলা সহ দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান বাবু ডাকাত একজন আন্ত:জেলা ডাকাতদলের সদস্য। তার বিরুদ্ধে একমাত্র গোবিন্দগঞ্জ থানাতেই দায়ের হওয়া ৭টি ডাকাতি সহ বিভিন্ন  মামলা আদালতে  বিচারাধীন রয়েছে। এ ছাড়াও একটি মাদক মামলায় সে সাজাপ্রাপ্ত পলাতক আসামী। তাকে বুধবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth