ফুলবাড়ীতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

আঞ্চলিক প্রতিনিধি:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২৬ মার্চ/২৫ উপলক্ষ্যে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে ফুলবাড়ী জছিমিঞা সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় ৩ শতাধিক বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার ইউএনও মেহেরুমা তারান্নুম এর সভাপতিত্বে ও শিশু কানন অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিবের সঞ্চলনায় সংবর্ধনায় বক্তব্য রাখেন, ইউএনও মেহেরুমা তারান্নুম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মামুনুর রশীদ, উপজেলা কৃষি অফিসার নিলুফার ইয়াছমিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, সাবেক উপজেলা যুবদল ও ছাত্রদল সভাপতি সামসুজ্জামান হাসু প্রমূখ।