২১ আশ্বিন, ১৪৩২ - ০৬ অক্টোবর, ২০২৫ - 06 October, 2025

কুড়িগ্রামে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা

2 hours ago
13


কুড়িগ্রাম প্রতিনিধি:

পরিকল্পিত উন্নয়নের ধারা, নগর সমস্যায় সাড়া' এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে বিশ্ব বসতি দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়।

সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আবদুল্লাহ আল ফারুকের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আসাদুজ্জামান, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আব্দুর রাজ্জাক রণি, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আবদুল্লাহ আল মামুন, জামায়াতে ইসলামী বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সেক্রেটারি মাওলানা মোঃ নিজাম উদ্দিন, জাতীয় নাগরিক পার্টির জেলা সমন্বয়ক মোঃ মুকুল মিয়া, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবুসহ অন্যান্য অতিথিবৃন্দ।

সভায় জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন, “পরিকল্পিতভাবে নগর উন্নয়নে ক্রমবর্ধমান সমস্যাগুলো চিহ্নিত করে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা গড়ে তোলা অত্যন্ত জরুরি। সমন্বিত উদ্যোগই টেকসই উন্নয়নের ভিত্তি স্থাপন করবে।”

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth