ফুলবাড়ীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আঞ্চলিক প্রতিনিধি :
কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৯৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৩৮ হাজার টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে সোমবার সকালে কারাগারে প্রেরণ করেছে।
গ্রেফতাকৃত ল শফিকুল ইসলাম শফু (৩৮)।উপজেলার কাশিপুর ধর্মপুরের উত্তরপাড়া এলাকার মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে।
ফুলবাড়ী থানা পুলিশ জানায়, রোববার রাত সাড়ে ১০ টার দিকে ফুলবাড়ী থানার পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে শফিকুল ইসলাম শফুর বসতবাড়ীতে অভিযান চালিয়ে ৯৫ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৩৮ হাজার ৯৫ টাকা ও ২ টি মোবাইল ফোন উদ্ধার করে।এ সময় তাকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।