২৫ আশ্বিন, ১৪৩২ - ১১ অক্টোবর, ২০২৫ - 11 October, 2025

রংপুরে বিশ্ব ডিম দিবস পালিত

4 hours ago
13


নিজস্ব প্রতিবেদক:

প্রাণিসম্পদ অধিদপ্তর, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল ও ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশন বাংলাদেশ শাখার আয়োজনে রংপুরে বিশ্ব ডিম দিবস-২০২৫ পালিত হয়েছে। “ডিমে আছে প্রোটিন, খেতে হবে প্রতিদিন” শ্লোগানকে সামনে রেখে  দিবসটি উপলক্ষে শুক্রবার (১০ অক্টোবর) সকালে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুরুতে নগরীর প্রাণিসম্পদ অধিদপ্তর হতে একটি বর্ণাঢ্য র‌্যালী শুরু হয়ে নগরীর প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অধিদপ্তর মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল হাই সরকার। জেলা কর্মকর্তা ডা. আবু সাইদের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা কর্মকর্তা মাহফুজা আক্তার মুন্নীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা কর্মকর্তা ডা. রফিকুল আলম, ভেটিরিনারী জেলা কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম,সদর উপজেলা কর্মকর্তা ডা. মোস্তাফিজার রহমান, ডেইরী ফার্মার্স এসোসিয়েশন রংপুর জেলা ও বিভাগীয় সভাপতি ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলন প্রমূখ।

আলোচনার শুরুতে বিশ্ব ডিম দিবস উপলক্ষে স্বাগত বক্তব্য রাখেন গঙ্গাচড়া উপজেলা কর্মকর্তা ডা.মোঃ ইউসুফ আলী। এ সময় রংপুর জেলার আওতাধীন সকল খামারীরা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth