২৬ পৌষ, ১৪৩২ - ১০ জানুয়ারি, ২০২৬ - 10 January, 2026

না ফেরার দেশে সুন্দরগঞ্জের জাপা নেতা আবুল হোসেন

1 day ago
37


হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা):

না ফেরার দেশে চলে গেলেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার জাতীয় পাটির বাতিঘর ও সহ-সভাপতি প্রবীণ নেতা মাওলানা আবুল হোসেন (৭৬)। বুধবার সন্ধ্যা ৭টার সময় গাইবান্ধা থেকে বাড়িতে ফেরার পথে উপজেলার মজুমদার বাজার নামক স্থানে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু ( ইন্না লিল্লাহে...........রাজিউন)।

তিনি উপজেলার শান্তিরাম ইউনিয়নের পরান গ্রামের বাসিন্দা ও শোভাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্যক গুনগৃহী রেখে গেছেন।

বৃহস্পতিবার দুপুর ২টার সময় নামাযে জানায়া শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়। জানাযা পূর্ব এক আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় পাটির সাবেক এমপি মো. আব্দুর রশিদ সরকার, মো. ওয়াহেদুজ্জামান সরকার, জেলা জাতীয় পাটির সভাপতি মো. সরওয়ার হোসেন শাহিন,  জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম জিন্নাহ, জামায়াতের জেলা নায়েবে আমির মো. মাজেদুর রহমান, সুন্দরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু, উপজেলা জাতীয় পাটির সিনিয়র সহ-সভাপতি মো. আনছার আলী সরদার, সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান মন্ডল, শোভাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম আকন্দ, বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান আকন্দ, পরান রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. ছামিউল ইসলাম, কছর আলী দাখিল মাদ্রাসার সাবেক সুপার মো. শাহ আলম মিয়া, জাপা নেতা এটিএম এনামুল হক মন্টু, মো. শরিফুল ইসলাম শাহিন প্রমূখ।

        বক্তাগণ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন মরহুমের বিদাহী আত্মার মাগফিরাত কামনা করেন। জানাযায় জেলা, উপজেলা, ইউনিয়ন জাতীয় পাটিসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীসহ সকল স্তরের জনগণ উপস্থিত ছিলেন।  

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth