৯ মাঘ, ১৪৩২ - ২২ জানুয়ারি, ২০২৬ - 22 January, 2026

ঘোড়ঘাটে ঝলমলে সকাল, রাতভর শীতের তান্ডব

1 day ago
33


ঘোড়াঘাট প্রতিনিধিঃ

কমছেই না শীতের দাপট। টানা কয়েক দিন ধরে শৈত্যপ্রবাহে কাঁপছে দিনাজপুরের ঘোড়াঘাট। ভোর সকাল রৌদ্রময় হলেও হিমশীতল বাতাসে বইছে কনকনে শীত। টানা কয়েক দিনের শৈত্যপ্রবাহের কারণে দেশের শীতলতম স্থানের তালিকায় শীর্ষে রয়েছে উত্তরের এ জেলা। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ভোর সকালেই কুয়াশা ভেদ করে উঠে গেছে সূর্য। তবে রোদে তেজ নেই। বাতাসের আর্দ্রতা শতভাগ থাকায় শীতের কামড় অনুভূত হচ্ছে হাড় পর্যন্ত। রাত থেকে সকাল ১০টা পর্যন্ত কনকনে শীতের প্রকট থাকায় বিপাকে জীবনযাপন করছেন নিম্ন আয়ের মানুষ। তীব্র শীত উপেক্ষা করেই জীবনযুদ্ধে নেমেছেন খেটে খাওয়া মানুষ। দিনের বেলা ঝলমলে রোদের দেখা মিললেও সূর্য ডুবলেই বাড়ছে কনকনে ঠান্ডা। রাতে চারপাশ যেন পরিণত হচ্ছে বরফে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোর ৬টায় রেকর্ড হয়েছে ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ভোরেই দেখা গেছে ঝলমলে রোদ। তবে কনকনে শীতের দাপটে ম্নান হয়ে যাচ্ছে রোদের তাপপ্রবাহ। বাতাসের আর্দ্রতা শতভাগ থাকায় শীতের কামড় অনুভূত হচ্ছে হাড় পর্যন্ত। সন্ধা থেকে সকাল ৯টা-১০টা পর্যন্ত কনকনে শীতের প্রকট থাকায় বিপাকে জীবনযাপন করছেন নিম্ন আয়ের মানুষ। তীব্র শীত উপেক্ষা করেই জীবনযুদ্ধে নেমেছেন প্রাপ্তিক মানুষগুলো।  টানা কয়েক দিন ধরে টানা শৈত্যপ্রবাহের কবলে রয়েছে । দিনের সর্বোচ্চ ২৬ ডিগ্রিতে উঠলেও রাতের বেলায় তা দ্রুত তাপমাত্রা কমে যাচ্ছে। ফলে রাতে ও ভোরে শীতের অনুভূতি তীব্রতর হচ্ছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth